Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসার শিক্ষক হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৮

রুহুল কুদ্দুস, ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম হত্যা মামলায় রুহুল কুদ্দুস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চন্দনগাঁতী গয়হাট্রা আলীম মাদরাসার আরবি বিষয়ক সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম। তিনি নিয়মিত শাহজাদপুর উপজেলার চর নবীপুর খেয়াঘাট পার হয়ে মাদরাসায় যাতায়াত করতেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে খেয়াঘাট পারাপারের সময় আসামি রুহুল কুদ্দুসের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে দুই হাজার পাঁচশত টাকা ক্ষতিপূরণ দাবি করেন রুহুল। এরই জেরে ২০১৪ সালের ৫ এপ্রিল উভয়ের মধ্যে পুনরায় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল কুদ্দুস ধারাল ছুরি দিয়ে শিক্ষক নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে রুহুল কুদ্দুসকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রুহুল কুদ্দুসকে গ্রেফতার করলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রুহুল। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় প্রদান করেন।

সারাবাংলা/এনএস

মাদরাসার শিক্ষক হত্যা যুবকের যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর