Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণরাই ডিজিটাল সাইবার স্পেস নিরাপদ রাখবে: পলক

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৭

ঢাকা: তরুণরাই দেশের ডিজিটাল সাইবার স্পেস নিরাপদ রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা শুধু দেশের সাইবার স্পেস নয়, সারাবিশ্বের ডিজিটাল স্পেস নিরাপদ রাখতে সাহসী ভূমিকায় অবতীর্ণ হবে। ডিজিটাল স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি অডিটরিয়ামে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে ‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের ডিজিটাল লিটেরেসি সেন্টারের প্রকল্প পরিচালক সাইফুল আলম খান।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশের অনেক তরুণ উদ্যোক্তা ইন্টারনেটের শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আনার পাশাপাশি দেশের অর্থনীতিকে ডিজিটাল অর্থনীতি হিসেবে গড়ে তুলেছেন। তাই তাদের মতামত, পরামর্শ ও সুপারিশগুলো আমাদের কর্মকাণ্ডে যেন প্রতিফলিত হতে পারে, সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

এর আগে, ‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২২’ উপলক্ষে প্যানেল আলোচনায় ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ মুখার্জী, গ্রামীণফোনের এমডি ইয়াসির আজমাম, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, রবি’র পরিচালক শাহেদ আলম, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান, সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম অংশ নেন।

বিজ্ঞাপন

পরে প্রতিমন্ত্রী www.digitalliteracy.gov.bd ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল সাইবার স্পেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর