Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসাধু উপায়ে ভর্তি হতে এসে শাবিপ্রবিতে আটক

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:১২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অসাধু উপায়ে ভর্তি হতে এসে ইকবাল হোসেন সাইদ নামের এক শিক্ষার্থী আটক হয়েছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয় বলে জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

জানা যায়, রেজিস্ট্রেশন ফর্ম অনুযায়ী আটক শিক্ষার্থীর বাবার নাম রফিকুল ইসলাম এবং মায়ের নাম ফাতেমা বেগম। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ৩৫১৭৬৩। চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির ইউসুফ চৌধুরী ভবনের দ্বিতীয় তলায় বন ও পরিবেশ বিদ্যা বিভাগের ১ নম্বর রুমে পরীক্ষা দিয়েছিলেন।

সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, অসাধু উপায়ে ভর্তি হতে এসে মৌখিক পরীক্ষার সময় ইকবাল হোসেন সাইদ নামের একজনকে আটক করা হয়েছে বলে জানতে পেরেছি।

তিনি বলেন, মঙ্গলবার ভাইভার সময় ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনকারী ব্যক্তিকে আটক করা হয়। তবে ভর্তি পরীক্ষার সময় তার হয়ে একজন প্রক্সি দিয়েছে। ভাইভাতে সেটি ধরা পড়েছে।

সারাবাংলা/টিআর

ভর্তি পরীক্ষায় জালিয়াতি শাবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর