Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সরকার গঠনের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫৮

ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য রাজপথে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা এ কথা বলেন। গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক হারুন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ বিজন দাস প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য রাজপথে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।

নেতারা আরও বলেন, স্বাধীনতার পর গত ৫০ বছরে ক্ষমতাসীনরা ইচ্ছাকৃত উদাসীনতায় বিবর্ণ হয়ে গেছে। গণতন্ত্রের টুঁটি চেপে ধরে একচেটিয়াভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। সময় এসেছে রাষ্ট্রীয় সম্পদ লুটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

বক্তারা আরও বলেন, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রমান্বয়ে বাড়ছে সরকার। অসাধু ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

একইসঙ্গে কৃষি কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের সার, বীজ, কীটনাশক ও ডিজেলসহ সকল কৃষি উপকরণ ন্যায্যমূল্যে দেওয়ার দাবি করেন নেতারা। শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করারও দাবি করেন তারা।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় সরকার


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর