মহসিন খানের আত্মহত্যার ২০২টি ভিডিও অপসারণ
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩৫
ঢাকা: মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘটনায় ফেসবুক, ইউটিউব, টিকটক ও লাইকি থেকে মোট ২২৭টি লিংক চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এর মধ্যে ফেসবুক থেকে ১৯০টি, ইউটিউব থেকে ৬টি, লাইকি থেকে ৩টি এবং টিকটক থেকে ৩টি লিংক অপসারণ করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব এ তথ্য দেন। এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য দুপুর ২টায় রাখেন।
আরও পড়ুন: ফেসবুক লাইভে মাথায় গুলি করে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা
নায়ক রিয়াজের শ্বশুরের ময়নাতদন্ত সম্পন্ন
এর আগে গত ৩ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে ৬ ঘণ্টার মধ্যে আত্মহত্যার ভিডিও অপসারণের নির্দেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে আজ (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনলে আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
গত ২ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে ক্যানসারে আক্রান্ত আবু মহসিন রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার আত্মহত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
সারাবাংলা/কেআইএফ/এনএস