Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপের ধাক্কায় ২ স্কুলছাত্রী নিহত, পুলিশের বাইকে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৫ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪১

উত্তেজিত জনতা পুলিশের মোটরসাইলেকে আগুন ধরিয়ে দেয়, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধানবোঝাই জিপের ধাক্কায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় জিপটি স্কুলছাত্রীদের ধাক্কা দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে উপজেলার পাইন্দং সিঅ্যান্ড মাঠ সংলগ্ন মোড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিশু আক্তার (১৮) ও নিশা মনি (১৬) পাইন্দং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন সারাবাংলাকে বলেন, ‘স্কুলের কাছে তিন ছাত্রী রাস্তা পার হচ্ছিল। দ্রুতগামী ধানবোঝাই একটি জিপের ধাক্কায় তারা আহত হন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।’

পরিদর্শক শামসুদ্দিন আরও জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে আগুন দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাইন্দং সিঅ্যান্ডবি মোড়ে হাইওয়ে পুলিশের কয়েকজন সার্জেন্ট দাঁড়িয়ে ছিলেন। ধান নিয়ে রাইস মিলে যাবার পথে একটি জিপকে থামার সংকেত দেন এক সার্জেন্ট। এ সময় চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর পথে তিন স্কুল ছাত্রীকে চাপা দেয়। দুর্ঘটনার পর জনতা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে।

সারাবাংলা/আরডি/এনএস

২ স্কুলছাত্রী নিহত চট্টগ্রাম জিপের ধাক্কা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর