Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনটিভির পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আশফাক উদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর ভাতিজা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

কমিশন সূত্রে জানা যায়, গত সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য আশফাক উদ্দিনকে কমিশন থেকে তলবি নোটিশ পাঠানো হয়। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এর আগে, অবৈধ সম্পদ অর্জন ও অবৈধভাবে দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে মোসাদ্দেক আলী ফালুসহ চার জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলার সূত্র ধরেই আশফাক উদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে কমিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/টিআর

আশফাক উদ্দিন আহমেদ এনটিভির পরিচালক দুদকের জিজ্ঞাসাবাদ ফালুর ভাতিজা