Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোনিংয়ের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৪

রাঙ্গামাটি: রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের অফিশিয়ালি মোবাইল নম্বরটি ক্লোনিং করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২৭ মিনিটে জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক মিজানুর রহমান নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মহোদয়ের সরকারি নম্বর (০১৫৫০৬০১৪০১) ক্লোনিং করে অসাধু চক্র বিভিন্ন বিকাশ বা নগদ নম্বরের মাধ্যমে (০১৯৪৪০৬৩৯৭৫) টাকা চাওয়া হচ্ছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে ফোন কলে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/টিআর

জেলা প্রশাসক মোবাইল নম্বর ক্লোনিং