Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৪

চট্টগ্রাম ব্যুরো: সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশে ভারতীয় এই কূটনীতিক বলেন, ‘বাংলাদেশের মানুষের উল্লেখযোগ্য কিছু অর্জন আছে। অর্থনৈতিক ক্ষেত্রে তো আছেই, দারিদ্র্য দূরীকরণ, তথ্যপ্রযুক্তি, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য।’

বিজ্ঞাপন

বর্তমান সরকারের প্রশংসা করে ভারতের সহকারী হাইকমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক চমৎকার সম্পর্ক আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রতিশ্রুতি, আস্থা ও বিশ্বাসের। এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে আশা করি।’

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো গণতান্ত্রিক সমাজে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে গণমাধ্যম অত্যন্ত চমৎকারভাবে তার দায়িত্ব পালন করে। চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। চট্টগ্রামের সাংবাদিকদের সবসময় সহযোগিতা করতে আমরা প্রস্তুত। তাদের জন্য চট্টগ্রামে সহকারী হাইকমিশন অফিসের দরজা সবসময় খোলা থাকবে।’

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে সহযোগিতা করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এবং থাকবে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের যে বন্ধন, সেটি অটুট রাখতে চট্টগ্রামের সাংবাদিক সমাজ সবসময় সহযোগিতা করবে।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম।

গত ২২ জানুয়ারি চট্টগ্রামে যোগদানের পর প্রথমবারের মতো চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এলেন ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম প্রেস ক্লাব ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর