Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১০

বরিশাল: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বরিশালের হিজলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার মেমানিয়া ইউনিয়নের বড় লক্ষীপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে লক্ষীপুর গ্রামের মাসুদ বেপারী লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি পরিমাপ করতে যান। এসময় প্রতিপক্ষ প্রতিবেশি নাদের বক্স হাওলাদারের ছেলে নুর ইসলাম হাওলাদার বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ শুরু হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলেও কাউকে আটক করেনি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু এর আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় উভয়পক্ষ অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

জমি নিয়ে বিরোধ জমি সংক্রান্ত বিরোধ বরিশালের হিজলা