বৈদ্যুতিক মিটার-ট্রান্সফরমার চোর চক্রের ৩ জন আটক
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৯
জয়পুরহাট: বিভিন্ন এলাকায় ইরি মৌসুমের শুরুতে মাঠের মধ্যে স্থাপিত সেচ পাম্পে সংযুক্ত বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সিন্ডিকেট চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কালাই উপজেলার বেগুনগ্রাম ও ইমামপুর এলাকা থেকে বৈদ্যুতিক মিটার বক্স, অ্যালুমিনিয়ামের তারসহ তাদের আটক করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- কালাই উপজেলার ইমামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৭), বেগুনগ্রামের আছির উদ্দিনের ছেলে আলম ফকির (৪৭) এবং একই গ্রামের মৃত সাদেক মন্ডলের ছেলে সাজু মন্ডল (৩০)।
ওসি সেলিম মালিক জানান জানান, আটকরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে বৈদ্যুতিক মিটার চুরি করতো। উপজেলার বেগুনগ্রাম ও ইমামপুর এলাকায় বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক মিটার বক্স, অ্যালুমিনিয়ামের তারসহ চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
সারাবাংলা/এমও