মানিকগঞ্জে মাদরাসা ছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৪
মানিকগঞ্জ: মানিকগঞ্জে মাদরাসা ছাত্র শরিফুল ইসলামকে হত্যার দায়ে সেলিম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া অপর এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম হোসেন উপজেলার বার্তা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তবে সাজাপ্রাপ্ত অপর আসামি মো. রাজু (৩০) অনুপস্থিত ছিলেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ১২ ডিসেম্বর দাখিল পরীক্ষার্থী শরিফুল ইসলামকে (১৯) গুরুতরভাবে জখম করেন সেলিম হোসেন। পরে শরিফুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত শরিফুলের বড়ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে সেলিম হোসেন, তাঁর স্ত্রী নাজমা বেগম ও শ্যালক মো. রাজুসহ মোট ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র থেকে নয় আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি চার আসামির মধ্যে একজন মারা যান। মামলার শুরু থেকে আসামি রাজু পলাতক রয়েছেন।
মামলার অপর আসামি নাজমা বেগমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে (বাদি) মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌশুলি (এপিপি) মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুল মজিদ এবং শহিদুল ইসলাম।
তবে রায়ের প্রতি অসন্তুষ্টি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
সারাবাংলা/এমও