Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীর ক্যান্ডিস ডিলাইটকে ২৫ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৬

ঢাকা: পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া পাউরুটি, বিস্কুট, চানাচুর বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বিএসটিআই জানিয়েছে— অভিযুক্ত প্রতিষ্ঠানটি যাত্রাবাড়ীর ক্যান্ডিস ডিলাইট। প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মো. মাছুদুল হক অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

ক্যান্ডিস ডিলাইট জরিমানা বিএসটিআই যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর