Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে ড্রোন হামলায় আহত ১২ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪০

সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী আভা বিমানবন্দর এলাকায় ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। এরমধ্যে চারজন বাংলাদেশিও রয়েছেন। সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে। বাংলাদেশি ছাড়াও তিনজন নেপালি, দুজন সৌদি এবং একজন করে ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও ভারতের নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে হুতি বিদ্রোহীরা এই হামলা চালায় বলে দাবি করেছে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হামলার লক্ষ্যস্থল ছিল আভা বিমানবন্দর। তবে তা লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। কিন্তু শার্পনেলের আঘাতে আহত হন ১২ জন।

জোট বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিক জানিয়েছেন, বিমানবন্দর ব্যবহারকারী বেসামরিক মানুষ এবং বিমানবন্দরের কর্মীরাই ছিল হুতি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু।

সারাবাংলা/এএম

ইয়েমেন সৌদি আরব হুতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর