Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকান নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২১

সকল বেসামরিক আমেরিকান নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড় তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের ঝুঁকি ক্রমাগত বাড়ছে উল্লেখ করে তিনি এমন তাগিদ দিয়েছেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ হলে বেসামরিক মার্কিন নাগরিকদের উদ্ধারের জন্য সৈন্যদের ব্যবহার করা হবে না। প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন, ঘটনা খুব দ্রুত উন্মত্ততার দিকে ধাবিত হতে পারে।

বিজ্ঞাপন

তার বিবৃতিতে জো বাইডেন বলেন, আমেরিকান নাগরিকদের এখনই ইউক্রেন ছাড়তে হবে। সবাইকে বুঝতে হবে, আমরা বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী মোকাবিলা করতে যাচ্ছি। এটি খুবই ভিন্ন একটি পরিস্থিতি।

প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে। হামলা আশঙ্কায় এর আগে জানুয়ারি মাসে ইউক্রেনে মার্কিন দূতাবাস কর্মীর স্বজনদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর