Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাহাড়ের প্রতি ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দেবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৪

বান্দরবান: পাহাড়ের প্রতিটি ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দিবে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় ৯৯ লাখ টাকা ব্যয়ে বিদ্যুতের লাইনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। কাজেই আমাদের লক্ষ্য শুধু শহরেই নয় তৃণমূলের গ্রাম গঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেওয়া।’

বিজ্ঞাপন

এসময় মন্ত্রীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, মন্ত্রী পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় ৫০ কোটি টাকার ২১টি প্রকল্পের উদ্বোধন করেন।

সারাবাংলা/এমও

পাহাড় বিদ্যুৎ মুনলাই পাড়া সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর