Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত বাড়ি থেকে সাবেক মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে কামাল হোসেন (৫৩) নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাড়িটির সাবেক মালিক ছিলেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিকার গ্রামে নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ।

জানা যায়, কামাল হোসেন নরসিংদী জেলার বাসিন্দা, তিনি সিরাজগঞ্জ রোডের একটি বেসরকারী হাসপাতালে চাকরি করতেন। দীর্ঘদিন তিনি উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিকার গ্রামে বসবাস করতেন।

এলাকাবাসী জানান, কামাল হোসেন পরিবার নিয়ে ১৭ বছর আগে সিরাজগঞ্জ রোডে আসেন। দীর্ঘদিন এখানে ভাড়া বাড়িতে বসবাস করেন। কয়েকবছর আগে সিরাজগঞ্জ রোডসংলগ্ন পাবনা-নগরবাড়ি মহাসড়কের পার্শে চড়িয়াশিকার গ্রামে একটি বাড়ি কিনে স্থায়ী বসবাস শুরু করেন। গত কয়েকমাস আগে কামাল হোসেন বাড়িটি বিক্রি করে দেন। তার কয়েকদিন পর কামাল হোসেন এখান থেকে অন্যত্র চলে যায় বলে স্থানীয়রা জানান।

কামাল হোসেন পরিবার নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে বাড়িটি পরিত্যক্ত ছিলো। আজ রাতে বাড়ির বর্তমান মালিক মানিক হোসেন বাড়ির মধ্যে ঢুকে কামালের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ঝুলন্ত লাশ পরিত্যক্ত বাড়ি

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর