Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: চীনে প্রথমবার বিদেশি ওষুধ অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৩

করোনা আক্রান্ত হয়ে হালকা থেকে মাঝারি অসুস্থতা এবং গুরুতর অসুস্থতার উচ্চ ঝুঁকি রয়েছে এমন প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার উৎপাদিত কোভিড-১৯ ওষুধ প্যাক্সলভিড ‘শর্ত সাপেক্ষে’ চীনে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রথম করোনার চিকিৎসায় চীনে কোনো বিদেশি ওষুধ অনুমোদন পেল।

চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই ওষুধ ব্যবহারে আরও গবেষণা জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশ কয়েকটি দেশ ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে জরুরি ব্যবস্থা হিসেবে প্যাক্সলভিড ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে সর্বপ্রথম একটি অজানা ভাইরাস সংক্রমণের ব্যাপারে জানানো হয়েছিল। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই ভাইরাসকে কোভিড-১৯ নামকরণ করে। পরবর্তীতে নভেল করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়।

সারাবাংলা/এএম/একেএম

কোভিড-১৯ চীনে অনুমোদন প্যাক্সলভিড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর