Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা বিশ্বরোড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. রুস্তম আলী (৩৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, শুক্রবার ভোরে দিকে কাজলা বিশ্বরোডে পিকআপ ধাক্কায় আহত হন রুস্তম আলী। পরে কয়েকটি হাসপাতালে ঘুরে রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের বড় ভাই মোহাম্মদ আলী বলেন, তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। বর্তমানে দক্ষিণ যাত্রাবাড়ি ছোনটেক রোড এলাকায় থাকেন। রুস্তম ওই এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রুস্তম শুক্রবার ভোরে বাসা থেকে যাত্রাবাড়ী আড়তের সবজি ক্রয় করতে যাচ্ছিলেন। কাজলা বিশ্বরোডে আসলে একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়।

তিনি দাবি করেন, আহত রুস্তমকে পুরান ঢাকার ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আগাঁরগাও নিউরোসায়েন্স হাসপাতাল ঘুরে আবার গতরাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

যাত্রবাড়ি থানার উপ পরিদর্শক (এস আই) মো. আব্দুল খালেক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর