Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাগলকে ঘাস খাওয়ানোর দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৩

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলায় ছাগলকে ঘাস খাওয়ানো নিয়ে কেন্দ্র করে হওয়া দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের। মামাতো ভাইয়ের লাঠির আঘাতে মারা যান তিনি।

নিহত সাইদুল ইসলাম (৩২) কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বির ভদ্রঘাট গ্রামের ইয়াসিন আলীর ছেলে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাইদুল তার মামাতো ভাই একই এলাকার শান্ত সেখের ছেলে আরমান আলীর জমি থেকে ঘাস কেটে ছাগলকে খাওয়ান। বিষয়টি আরমান আলী জানার পরে তার ফুফাতো ভাই সাইদুলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুজনের মধ্যে সংঘর্ষ বেধে গেলে মামাতো ভাই আরমান আলীর লাঠির আঘাতে গুরুতর আহত হয় সাইদুল ইসলাম।

এ সময় সাইদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিলে তার মৃত্যু হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, ছাগলকে ঘাস খাওয়ানো নিয়ে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের সঙ্গে তারই মামাতো ভাইয়ের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলাম মারা গেছেন বলে শুনেছি। তবে এঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে সেটা মামলা হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর