Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি আদেশের ভুলে আইজিপির জার্মানি সফর নিয়ে বিভ্রান্তি: পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২২

ঢাকা: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ তিন কর্মকর্তার বিছানার চাদর ও বালিশের কাভারের মান যাচাই করতে ৯ দিনের জন্য জার্মানি সফরে যাওয়ার একটি আদেশ (জিও) জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ আদেশকে ‘অসাবধানতাবশত ভুল’ বলে দাবি করেছে পুলিশ সদর দফতর।

শনিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান বলেন, ‘দেশ ও জনগণের সেবায় নিয়োজিত বাংলাদেশ পুলিশের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম ক্রয় একটি স্বাভাবিক প্রক্রিয়া। সরকারি ক্রয় নীতিমালা অর্থাৎ পাবলিক প্রকিউরমেন্ট রুল (পিপিআর) অনুসরণ করেই এ ধরনের কেনাকাটা সম্পন্ন করা হয়। এসব ক্রয়ের ক্ষেত্রে ক্রয়কারী কর্তৃক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং উৎপাদনে ব্যবহৃত সংশ্লিষ্ট কাঁচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শনের বাধ্যবাধকতা রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, “এ সফরকে কেন্দ্র করে যে সরকারি আদেশ বা জিও জারি করা হয়েছিল তাতে ‘অসাবধানতাবশত ভুল’ রয়েছে। আপাতদৃষ্টিতে জিওটি পড়লে বোঝা যাবে, আইজিপি মহোদয় ১ লাখ বিছানার চাদর ও বালিশের কাভার কিনতে জার্মানি যাচ্ছেন। অথচ বিষয়টি তা নয়। চাদর ও বালিশের কাভার কোনোটিই বিদেশ থেকে আমদানি করা হচ্ছে না। ‘জিও’র শব্দগত বিন্যাসের কারণে এ ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।”

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ আদেশটি জারি করেন।

ওই আদেশ অনুযায়ী, এক লাখ বিছানার চাদর ও বালিশের কাভারের (ডাবল) শিপমেন্টের জন্য (জাহাজীকরণ) ‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্টে’ অংশ নিতে আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. ফিরোজ উদ্দীন খলিফা এবং পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে ৯ দিনের সফরে জার্মানি যাবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

আইজিপি জার্মানি সফর টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর