Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৮

ঢাকা: রাজধানীর দারুস সালামের টোলারবাগ এলাকায় হারিসা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী এহিয়া মোল্লার তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দারুস সালাম থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

বিজ্ঞাপন

দুইপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন।

পুলিশ জানায়, কয়েকদিন দিন যাবৎ এহিয়া মোল্লার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছিল। শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে ফের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ঘরে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এহিয়া মোল্লা। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। এ সময় স্থানীয়রা এহিয়া মোল্লাকে ধরে ফেলে পুলিশে খবর দেন।

সারাবাংলা/এআই/একে

রিমান্ড স্ত্রীকে হত্যা হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর