ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশালে মাহুতটুলীতে ৪তলা ভবনের নিচতলায় অবস্থিত পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবরে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৭টি ইউনিট যোগ হয়ে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।