Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অহপহরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৬

জাতিসংঘের সদর দফতর, ফাইল ছবি

ইয়েমেনে জাতিসংঘের পাঁচজন কর্মীকে অহপহরণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দেশটি বর্তমান অস্থায়ী রাজধানী এডেন থেকে নিজেদের কাজ শেষে ফেরার পথে তাদের অপহরণ করা হয়। খবর এনডিটিভি।

জাতিসংঘের পক্ষ থেকে গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান হয়েছে। তবে কারা তাদের অপহরণ করেছে তা জানান হয়নি।

ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি বলেন, গত শুক্রবার আবিয়ান গভর্নরেট এলাকা থেকে কর্মীদের অপহরণ করা হয়েছিল। তাদের মুক্তি নিশ্চিত করার জন্য দেশটির কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে জাতিসংঘ।

মূলত ২০১৫ সাল থেকে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে সৌদি আরবের নেতৃত্বধীন সামরিক জোট।

হুথিরা বিদ্রোহীরা ২০১৫ সালে দেশটির রাজধানী সানা থেকে সৌদি আরবপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছিল ওই সামরিক জোটটি। এ সংঘাত হাজার হাজার লোক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘর হারিয়েছেন। ফলে দেশটিতে একটি ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। ঠিক এ পরিস্থিতিতে জাতিসংঘের পাঁচজন কর্মীকে অপহরণের ঘটনা ঘটল।

সারাবাংলা/এনএস

অপহরণ ইয়েমেন জাতিসংঘ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর