Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ-৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫২

সিলেট: এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ-৫ এসেছে। এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৭৩১ জন। বোর্ডের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক জিপিএ।

এ ছাড়া এই বোর্ডে পাস করেছে ৯৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, ‘গত বছর পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সবাইকে পাস ঘোষণা করা হয়। তবে এবার সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হয়েছে। সবদিকেই ফল ভাল হয়েছে। ফলাফল সন্তোষজনক।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় সিলেট বিভাগে মোট ৬৬ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৩ হাজার ১৯৩ জন।

সিলেট বোর্ডের অধীনে চার জেলায় মধ্যে সিলেটে ৯৫ দশমিক ৮০, হবিগঞ্জে ৯৪ দশমিক ৮১, মৌলভীবাজারে ৯৩ দশমিক ২২ ও সুনামগঞ্জে ৯৪ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সারাবাংলা/একে

করোনা করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ সিলেট কোর্ড