Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁস হওয়া অডিও সম্পর্কে আইনমন্ত্রী— দেউলিয়ারা এটি প্রচার করছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৫

ঢাকা: প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও আইনমন্ত্রী আনিসুল হকের কথোপকথনের অডিও ফাস হওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেছেন, ‘যারা সোশ্যাল মিডিয়ায় এটি প্রচার করছে তারা একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর হাতিয়ার করেছে। কারণ তাদের হাতে আর কিছু নেই।’

রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে কথা বলছি। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করেছেন। আমি সেগুলোর জবাব দিচ্ছি। যারা দেউলিয়া তারাই এগুলো প্রচার করছে। অবশ্যই এটির তদন্ত হবে। এটির গুরুত্ব দেওয়া দরকার।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের দুটি বিভাগই তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করেছে। তবে রায় দেওয়ার সময় বলা হয়েছিল একবার-দুইবার এই সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে যদি সংসদ রাজি থাকে। কিন্তু সংসদ এটি গ্রহণ করেনি।’

‘কেয়ারটেকার সরকারের কোনো বৈধতা নেই। তাই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে এই কেয়ারটেকার সরকারে ফিরে যাওয়ার কোনো উপায় নেই—’ বলেন আইনমন্ত্রী।

সারাবাংলা/একে

আইনমন্ত্রী আনিসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর