Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অডিও ফাঁসের ঘটনার তদন্ত হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নিজের কথোপকথনের অডিও ফাঁসের ঘটনা তদন্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, যারা অডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে তারা এতটাই দেউলিয়া যে, একটা ইনোসেন্ট করভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা করছে। তারা এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এদিকে, ঘটনার তদন্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ নিজ দফতরে আলাদা আলাদা ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সব সেক্টরে ত্রাণ তহবিল দেওয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ২০ কোটি টাকার চেক বাংলাদেশ বার কাউন্সিলের জন্য নেতাদের হাতে তুলে দেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রি ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘আমি একজন উপদেষ্টার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম টেলিফোনে। তিনি একটা বিষয়ে আমাকে জিজ্ঞেস করছিলেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টার একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছি। এখন এই দেউলিয়া যারা, তারা এটা নিয়ে প্রচার করছে। এটার তদন্ত করা হবে।’

এদিকে, নিজ দফতরে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কারও কথপোকথন সরকারিভাবে রেকর্ড করার পদ্ধতি নেই। এটা কেউ ব্যক্তিগতভাবে করেছে কি না তা দেখার বিষয়। এনএমসি আমাদের একটি প্রতিষ্ঠান, তাদের রেকর্ড করার এখতিয়ার রয়েছে। তারাও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো কিছু প্রকাশ করতে পারে না। সেক্ষেত্রে অনুসন্ধানের বিষয় রয়েছে।’

এ সময় তারা সার্চ কমিটি নিয়েও কথা বলেন। দুজনেই বললেন, এবারও কমিটি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

অডিও ফাঁস তদন্ত


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর