Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংক্রমণ কমলে বইমেলার সময় বাড়বে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৮

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ কমলে অমর একুশে বইমেলার সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সংক্রমণের এবার বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এখন যেভাবে কোভিডের সংক্রমণ কমছে সেভাবে যদি চলতে থাকে তাহলে হয়ত আমরা মেলার সময়সীমা খানিকটা বাড়াতে পারব।’

বইমেলার সময়সীমার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিবছর ৩টা থেকে বইমেলা শুরু হতো। কিন্তু এ বছর যেহেতু আমাদের সময় কম, ১৫ দিনের মেলা, সেজন্য আমরা দুপুর ২টা থেকে মেলা শুরু করব। ছুটির দিনে বরাবরের মতো বেলা ১১টা থেকে মেলা শুরু হবে।’

এবারের বইমেলায় মাস্ক পরা বাধ্যতামূলক। সেইসঙ্গে মেলার গেটে সবার শরীরের তাপমাত্রা মেপে এরপর মেলায় ঢুকতে হবে। মেলার ভেতরেও মোবাইল টিম থাকবে স্বাস্থ্যবিধি মনিটরের জন্য। মেলার স্টলের দায়িত্বে থাকা সবাইকে তাদের করোনা টিকা সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

সারাবাংলা/একে

কে এম খালিদ টপ নিউজ নভেল করোনাভাইরাস বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর