নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫২
নেত্রকোনা: স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামী মিলন মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিলন মিয়া জেলার বারহাট্টা উপজেলা বৃকালিকা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, মিলন মিয়া নরসিংদীতে টিভি ফ্রিজের দোকানে চাকরি করার সময় নাসরিনের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে ২০১৬ সালে ১০ জানুয়ারি তাদের বিয়ে হয়। পরে মিলন মিয়া জানতে পারে তার স্ত্রী আগে দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। এ নিয়ে তাদের সম্পর্কের অবনতি হয়।
এরপর পূর্ব পরিকল্পিতভাবে ২০১৭ সালের ১৯ আগস্ট রাতে নেত্রকোনা পৌরশহরের হোসেনপুর এলাকার একটি ধান ক্ষেতে তাকে হত্যা করে আসামি মিলন।
এ ঘটনায় মডেল থানার উপ-পরিদর্শক মো. সোলায়মান হক বাদী হয়ে ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচারক এই রায় ঘোষণা করেন।
সারাবাংলা/এমও