নড়াইলে মাদক মামলায় নারীর আমৃত্যু কারাদণ্ড
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১২
নড়াইল: নড়াইলে মাদক মামলায় অহিদা বেগম নামে এক নারীকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। সোমবার (১৪ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। মামলার বাকি চার আসামি বেকসুর খালাস পেয়েছেন।
অহিদা বেগমের বাড়ি যশোরের শংকরপুর এলাকায়। তিনি ওই এলাকার শরিফুল ইসলাম খানের স্ত্রী।
মামলা বিবরণে জানা যায়, ১৩/১০/২০১৫ তারিখে নড়াইল ডিবি পুলিশের এস আই মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গাড়ির চালকসহ ৪ জন যাত্রীকে তল্লাশি করে সাজাপ্রাপ্ত নারীর কাছ থেকে বিশেষ কায়দায় তৈরি পকেটে রাখা ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সারাবাংলা/এএম