ড্রিল মেশিন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫১
ঢাকা: যাত্রবাড়ীর শনিরআখড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে জসিম মিয়া (৩০) নামের এক শ্রমিক মারা গেছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শনিরআখড়া শেখদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জসিমের চাচা আমির হোসেন জানান, জসিম শ্রমিক হিসেবে কাজ করতেন। সকাল থেকে নির্মাণাধীন ওই ভবনে কাজ করছিলেন। দুপুরে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমির হোসেন আরও জানান, মৃত জসিমের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া গ্রামে। যাত্রাবাড়ী ধনিয়া এলাকায় থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনায় ওই শ্রমিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় অবহিত করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/টিআর