Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৭

ঢাকা: গ্যাস পাইপলাইনের সংস্কার কাজের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টা সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন সংস্কার কাজের কারণে মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর হাতিরপুল, পান্থপথ, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার এলাকায় সকল পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় এর আশেপাশের এলাকায়ও গ্যাসের চাপ তুলনামূলক কম থাকবে।

বিজ্ঞাপন

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

সারাবাংলা/জেআর/পিটিএম

গ্যাস সরবরাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর