Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারকের ওপর হামলা, প্রবাসী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিচারকের ওপর হামলার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তি বেলজিয়াম প্রবাসী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ে এ ঘটনা ঘটে। হামলার শিকার মো. অলিউল্লাহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত আছেন বলে পুলিশ জানিয়েছে।

নগর পুলিশের উপ কমিশনার (ডিসি-উত্তর) মোখলেছুর রহমান সারাবাংলাকে বলেন, ‘জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিচারক। এসময় রানা মর্তুজা নামে এক লোকের চলন্ত গাড়ি বিচারককে ধাক্কা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির মধ্যে রানা বিচারককে ঘুষি মারে।’

বিচারকের ওপর হামলার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে আটক করে বলে তিনি জানান। ডিসি মোখলেছুর আরও জানিয়েছেন, আটক রানা বেলজিয়াম প্রবাসী। তার বাড়ি নোয়াখালী জেলায়। চট্টগ্রাম নগরীতে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।

বিচারকের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমও

টপ নিউজ প্রবাসী আটক বিচারক বিচারকের ওপর হামলা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর