৩২২ জনের তালিকায় ৯৩ আমলা, শিক্ষাসংশ্লিষ্ট ও বিচারকদের আধিক্য
১৫ ফেব্রুয়ারি ২০২২ ০০:৪৪
ঢাকা: ক’দিন ধরেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘সার্চ কমিটি’। নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে সেই সার্চ কমিটি নাম আহ্বান করেছিল বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনসহ আগ্রহী ব্যক্তিদের কাছে। সে আহ্বানে সাড়া দিয়ে অনেক দল, সংগঠন ও ব্যক্তিই নাম জমা দিয়েছেন সার্চ কমিটির কাছে। পূর্বঘোষণা অনুযায়ী ৩২২ জনের সেই নামের তালিকাও প্রকাশ করেছে সার্চ কমিটি। সেই তালিকা নিয়েই এখন অনলাইন-অফলাইনে চলছে আলোচনার ঝড়।
সার্চ কমিটি প্রকাশিত সেই তালিকায় দেখা গেছে— সবচেয়ে বেশি এসেছে সাবেক আমলাদের নাম, যা মোট নামের এক-চতুর্থাংশেরও বেশি। তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ নাম এসেছে শিক্ষক, শিক্ষাবিদসহ শিক্ষাসংশ্লিষ্টদের। এর পরের অবস্থানেই রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকরা। এছাড়া উল্লেখযোগ্যসংখ্যক নাম এসেছে সাবেক সেনা কর্মকর্তা এবং আইনজীবীদের মধ্যে থেকেও। বেশ কয়েকজন করে কৃষিবিদ, চিকিৎসক এবং পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও রয়েছে এই তালিকায়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সার্চ কমিটির কাছে জমা হওয়া নামের তালিকাটি প্রকাশ করা হয়। তালিকায় ৩২২ জনের নাম থাকলেও এর মধ্যে এক জনের নামই একাধিকবার এসেছে দুয়েকটি ক্ষেত্রে। তালিকাটিতে সই করেছেন সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম। সংক্ষেপে দেখে নেওয়া যাক, এই তালিকায় কোন ধরনের পেশাজীবীদের নাম এসেছে বেশি।
আরও পড়ুন- সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ নামের তালিকা প্রকাশ [তালিকাসহ]
সাবেক আমলা ৯৩ জন
সার্চ কমিটি যে ৩২২ জনের তালিকা প্রকাশ করেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ৯৩ জনের নাম এসেছে যারা সরকারের সাবেক আমলা ছিলেন। তাদের মধ্যে সাবেক সিনিয়র সচিব ও সাবেক সচিব থেকে শুরু করে রয়েছেন অতিরিক্ত সচিব, উপসচিব, যুগ্ম সচিব পদে কাজ করে যাওয়া ব্যক্তিরাও।
এই তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আবদুল করিম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ২০২০ সালের শেষ ভাগে তথ্য সচিব পদ থেকে অবসরে যাওয়া কামরুন নাহারও রয়েছেন এই তালিকায়। কামরুন নাহারের স্বামী বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রয়েছেন বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সাবেক একাধিক চেয়ারম্যানের নামও।
তালিকায় শিক্ষাসংশ্লিষ্ট প্রায় অর্ধশত
সাবেক আমলাদের পরই সার্চ কমিটির কাছে জমা পড়া দ্বিতীয় সর্বোচ্চ প্রায় অর্ধশত নাম এসেছে শিক্ষক, শিক্ষাবিদসহ শিক্ষাসংশ্লিষ্ট খাত থেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, শিক্ষাবিদ-সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সাবেক ঢাবি অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক থেকে শুরু করে শিক্ষক লিনজে রিভেরো এবং ড. মেঘনা গুহ ঠাকুরতার নাম।
এই তালিকায় তিন মাদরাসা অধ্যক্ষের নামও জমা পড়েছে। তারা হলেন— মহাখালীর দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ ড. নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী, যাত্রাবাড়ী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান এবং সোবহানিয়া কামিল মাদরাসা চট্টগ্রামের অধ্যক্ষ সাইখূল হাদীছ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফি।
আরও পড়ুন- মঙ্গলবার ৮ সিনিয়র সাংবাদিকের সঙ্গে বসবে সার্চ কমিটি
সাবেক বিচারপতি ও বিচারকদের তালিকাও দীর্ঘ
সার্চ কমিটি প্রকাশিত ৩২২ জনের তালিকায় তৃতীয় সর্বোচ্চ প্রায় ৪০ জনের নাম এসেছে সাবেক বিচারপতি ও বিচারকদের। প্রধান বিচারপতি ও বিচারপতি পদ থেকে অবসর নেওয়া একটি অংশ যেমন রয়েছে এই তালিকায়, তেমনি রয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ পদ থেকে অবসর নেওয়া বিচারকদের তালিকাও।
সাবেক প্রধান বিচারপতিদের মধ্যে সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন এবং সদ্য অবসরে যাওয়া সৈয়দ মাহমুদ হোসেনের নাম রয়েছে এই তালিকায়। তালিকায় থাকা অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— আবদুল ওয়াহাব মিয়া, শামসুদ্দিন চৌধুরী মানিক, মো. মোমতাজ উদ্দিন আহমেদ, কৃষ্ণা দেবনাথ, নাজমুন আরা সুলতানা।
সাবেক সেনা কর্মকর্তারা রয়েছেন তালিকায়
নির্বাচন কমিশনে যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরিতে সার্চ কমিটি যে নাম আহ্বান করেছিল, তাতে একটি অংশ এসেছে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্য থেকেও। তালিকায় তাদের ২৫ জনের নাম পাওয়া গেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া এবং মেজর জেনারেল (অব.) হারুনুর রশিদ রয়েছেন এই তালিকায়। আরও রয়েছেন সাবেক ডিজিএমএস লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাফরউল্লাহ সিদ্দিক, মেশিন টুলস ফ্যাক্টরির এমডি মেজর জেনারেল (অব.) সাঞেহউজ্জামান, আরইবি’র সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল মো. মউনুল ইসলাম, বিইউপির সাবেক ডিন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. রেফায়েত উল্লাহ, বিটিআরসির সাবেক ভাইস চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
নৌবাহিনীর কোনো সাবেক কর্মকর্তার নাম প্রস্তাব আসেনি এই তালিকায়। তবে বিমান বাহিনীর তিন কর্মকর্তার নাম রয়েছে। তারা হলেন— সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) ফখরুল আজম এবং এয়ার কমান্ডার (অব.) ইসফাক ইসলাম চৌধুরী ও এয়ার কমোডর শফিক এলাহী।
আইনজীবী রয়েছেন ২৩ জন
সার্চ কমিটিতে জমা পড়া তালিকায় ২৩ জন আইনজীবীর নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট মো. শাহ আলম মিয়া, অ্যাডভোকেট মো. আব্দুল মোতালেব মিয়া, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ারের মতো আইনজীবী।
তালিকায় ১১ কৃষিবিদ, ৯ চিকিৎসক
তালিকায় নেয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কৃষিবিদ এ কে এম সাইদুল হক চৌধুরী, বাংরাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ওয়ারেস কবির, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ৈর সাবেক উপাচার্য কৃষিবিদ অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথের মতো অন্য পেশায় নিয়োজিতসহ মোট ১১ জন কৃষিবিদের নাম পাওয়া গেছে।
এদিকে, তালিকায় পেশাজীবি হিসেবে চিকিৎসকদের নাম পাওয়া গেছে ৯ জনের। তাদের মধ্যে কয়েকজন হলেন— স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডা. সুফিয়া রহমান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় চেয়ারম্যান ডা. সেলিমুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম, বাংরাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ডা. সারোয়ার আলী ও সাবেক মহাসচিব ডা. মো. শফিকুর রহমান।
সাবেক পুলিশ কর্মকর্তাদের নাম
পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অনেকে নির্বাচন কমিশনে দেখতে চেয়েছেন। সার্চ কমিটি প্রকাশিত তালিকায় বাংলাদেশ পুলিশের শীর্ষস্থানীয় সব পদ থেকে অবসর নেওয়া এমন কমপক্ষে ৭ জনের নাম পাওয়া গেছে। সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও হাসান মাহমুদ খন্দকারের নাম রয়েছে এই তালিকায়। সাবেক অতিরিক্ত আইজিপিদের মধ্যে রয়েছেন— ইকবাল বাহার, মীর শহীদুল ইসলাম, মাহাবুব হোসেন।
সাংবাদিক রয়েছেন ৪ জন
সার্চ কমিটি প্রকাশিত তালিকায় কমপক্ষে চার জন সাংবাদিকের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক অজয় দাস গুপ্ত, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান এবং দৈনিক পূর্ব তারার সম্পাদক মো. সাইফুল ইসলাম সিদ্দিক।
আলোচিত আরও যেসব নাম তালিকায়
বিভিন্ন শ্রেণিপেশার আরও বেশকিছু পরিচিত মুখ জায়গা পেয়েছে সার্চ কমিটি প্রকাশিত এই তালিকায়। অর্থাৎ এই ব্যক্তিদের নামও কোনো না কোনো দল বা ব্যক্তি প্রস্তাব করেছে সার্চ কমিটির কাছে। তাদের মধ্যে রয়েছেন— মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল-আজাদ, বিটিভির সাবেক মহাপরিচালক এস এম হারুন-উর-রশীদ, কবি ফিরোজা আক্তার, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, নারী নেত্রী রোকেয়া কবীর। এছাড়া সার্চ কমিটির সদস্য ছহুল হোসাইনের নামও কেউ প্রস্তাব করেছে সার্চ কমিটির কাছেই।
আইন অনুযায়ী সোমবার মধ্যরাতের পরই শেষ হয়ে গেছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। তবে সার্চ কমিটিকে রাষ্ট্রপতির কাছে নতুন নির্বাচন কমিশনের জন্য যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দেওয়ার জন্য সময় রয়েছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, কমিশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নতুন কমিশন গঠন না হওয়া পর্যন্ত সময়ের শূন্যতায় কোনো আইনি জটিলতা দেখা দেবে না। সে হিসাবে ২৪ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো সময়ই সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নামের তালিকা জমা দিতে পারবে। সেই তালিকা থেকেই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন।
সার্চ কমিটি প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকাটি দেখুন এখানে—
সারাবাংলা/টিআর
নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার সাবেক আমলা সাবেক বিচারপতি সার্চ কমিটি সার্চ কমিটির তালিকা সিইসি