Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন জেল সুপারকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৩

ঢাকা: কারা অধিদফতরে জনবল নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ নানা দুর্নীতির অনুসন্ধানে তিন জেলা সুপারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম।

কমিশন জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার হাবিবুর রহমান ও সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আ. জলিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করে কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ, অর্থের বিনিময়ে বন্দিদের অবৈধ সুবিধা, অর্থ লেনদেন এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সারাবাংলা/এসজে/এমও

জিজ্ঞাসাবাদ জেল সুপার টপ নিউজ দুদক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর