রাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩১
রাবি প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল এতদিন। বর্তমানে সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী থাকায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে সব বিভাগের সব বর্ষের ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু থাকবে। অফিসগুলো আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, এর আগেও করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাবিও বন্ধ ছিল। তবে সংক্রমণ যখন কম ছিল তখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলেছে।
সারাবাংলা/পিটিএম