Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় থাকছে ‘ঘ’ ইউনিট

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১০

ফাইল ছবি

ঢাবি: নানা আলোচনা-সমালোচনা সাপেক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিল করার সিদ্ধান্ত থেকে সরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আপাতত চলতি বছরের জন্য ওই ইউনিটে ভর্তি পরীক্ষা বহাল রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ বিকেলে অনুষ্ঠেয় সাধারণ ভর্তি কমিটির সভায় এটি চূড়ান্ত হবে।

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, এর আগে ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত হয়৷ এর পরিপ্রেক্ষিতে বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ‘ঘ’ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।

অধ্যাপক জিয়া রহমান জানান, আগামী বছর থেকে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সে প্রক্রিয়ায় পরিবর্তন করা হবে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘চ’এই চার ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ ‘ঘ’ ইউনিট থাকছে না।

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত নিয়ে সর্বমহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরাই এর বিরোধিতা করেন। বাতিল না করতে আন্দোলন ও আলোচনার জন্য দুটি কমিটিও গঠন করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আগের সিন্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/এনএস

‘ঘ’ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যলায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর