Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গর্ভাবস্থায় ভ্যাকসিন নিলে বেশি সুরক্ষা পায় শিশু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫০

অন্তঃসত্ত্বা অবস্থায় কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়া মায়েদের সদ্যজাত শিশুদের সংক্রমণের ভয়াবহতা তুলনামূলক কম বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’-এর ইনফ্যান্ট আউটকামস মনিটরিং রিসার্চ অ্যান্ড প্রিভেনশন ব্রাঞ্চ। এ বিষয়ে করা এক গবেষণা সিডিসি-র ‘মরবিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি রিপোর্ট’-এ প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রে জানানো হয়, ভ্যাকসিন নেওয়া মায়ের সদ্যোজাতটি করোনায় সংক্রমিত যদি হয়ও— তা ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা প্রায় নে‌ই বললেই চলে।

বিজ্ঞাপন

সিডিসি’র গবেষকদলের প্রধান বিশেষজ্ঞ ডা. ডানা মিনে-ডেলম্যান বলেন, আমাদের গবেষণাতেই প্রথম জানা গেল, অন্তঃসত্ত্বার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি কোভিড সংক্রমণের ভয়াবহতা থেকে সদ্যোজাতদের প্রায় পুরোপুরিই রক্ষা করতে পারে। এটি একটি সম্পূর্ণ নতুন তথ্য।

গবেষণাপত্রে বলা হয়, গর্ভবতী মায়েদের দেওয়া ভ্যাকসিনগুলো সদ্যজাতদের জন্যও কার্যকর। তবে গর্ভাবস্থার ২১ সপ্তাহ বা তার পর দেওয়া ভ্যাকসিন অধিক সুরক্ষা দেয়।

গতবছরের ১ জুলাই থেকে চলতি বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত গবেষকরা যুক্তরাষ্ট্রের ১৭টি রাজ্যের হাসপাতালে ভর্তি ৩৭৯টি শিশুর তথ্য বিশ্লেষণ করেছেন। এর মধ্যে ১৭৬টি শিশু করোনাভাইরাসে আক্রান্ত ছিল এবং ২০৩টি শিশুকে অন্যান্য কারণে ভর্তি করা হয়েছিল। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত শিশুদের বয়স ছিল ছয় মাসের কম।

গবেষণায় দেখা যায়, গর্ভাবস্থায় দু’টি এমআরএনএ ভ্যাকসিনের ডোজ নেওয়া মায়েদের গর্ভে জন্ম নেওয়া শিশুরা প্রথম ছয় মাসে করোনায় আক্রান্ত হলে গর্ভাবস্থায় ভ্যাকসিন না নেওয়া মায়েদের শিশুদের চেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার হার ৬১ শতাংশ কম।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

করোনাভাইরাস কোভিড-১৯ গর্ভাবস্থায় করোনাভাইরাস ভ্যাকসিন টপ নিউজ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর