Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞার চিঠি বিষয়ে এখনও ওয়াশিংটনের জবাব পায়নি ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:২২

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র‍্যাবের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকার্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি ওয়াশিংটন। তবে এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলছেন, আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৫০ বছর সম্পর্ক উদযাপন উপলক্ষে এই সফর। নিষেধাজ্ঞার বিষয়ে এই সফরে বিস্তারিত আলোচনা হবে।’

এ সময় তিনি তার জার্মান সফর এবং দুবাইয়ের সঙ্গে কার্গো চলাচল নিয়েও কথা বলেন। তিনি জানান, দুবাইয়ে সতেজ কৃষিপণ্য পাঠানোসহ বাণিজ্য বাড়ানোর বিষয়েও কথা হবে এই সফরে।

দুবাই বাংলাদেশকে কৃষিপণ্য উৎপাদন ও রফতানিতে সহযোগিতা করতে প্রস্তাব দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু গত মাসের শেষের দিকে এই চিঠি লেখা হলেও এখনো কোনো উত্তর আসেনি।

সারাবাংলা/টিএস/পিটিএম

চিঠি টপ নিউজ ঢাকা পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর