Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণধর্ষণের পর ফেলে গেল টিএসসিতে, উদ্ধার করে ঢামেকে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৫

প্রতীকী ছবি

ঢাকা: গণধর্ষণের শিকার রাজধানীর লালবাগের এক তরুণীকে (১৮) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের কাছে ওই তরুণী জানিয়েছেন, কয়েকজন তরুণ তাকে তুলে নিয়ে চার দিন ধরে ধর্ষণ করেছে। চার দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তাকে ফেলে দিয়ে গেছে ওই তরুণরা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে গণধর্ষণের শিকার ওই তরুণীকে।

বিজ্ঞাপন

ওই তরুণী পুলিশকে জানান, তিনি লালবাগ চৌরাস্তা এলাকায় থাকেন। প্রতিবেশী শুভ নামের এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিত। তিনি সে প্রস্তাবে রাজি হননি। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাসা থেকে বেরিয়ে লালবাগের ১০ নম্বর গলিতে গেলে শুভ ও আলামিন তাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তিনি আরও জানান, সেখানে তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। গত চার দিন ধরেই তারা এ নির্যাতন চালায়। অবশেষে বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সোনালি রঙের একটি প্রাইভেটকারে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ফেলে দিয়ে যায়।

টিএসসি থেকে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া শামীমা আক্তার নামে এক পথচারী বলেন, ‘ওই মেয়ে জানিয়েছে, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেছে কয়েকজন। পরে ধর্ষকরা টিএসসি এলাকায় ফেলে গেছে। আমি পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘এক মেয়েকে অসুস্থ অবস্থায় টিএসসি থেকে উদ্ধার করা হয়। মেয়েটি অসুস্থ। আগে তার চিকিৎসার দরকার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মেয়েটি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মেয়েটির বাড়ি লালবাগ কেল্লার মোড় এলাকায়। সেখান থেকে তাকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেছে— এমন অভিযোগ করছে মেয়েটি।’

ওসি মওদুত বলেন, ‘কোনো এক গাড়িতে করে আজ তাকে টিএসসি এলাকায় কেউ রেখে গেছে। পুলিশ বিস্তারিত জানার জন্য কাজ করছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

কিশোরী গণধর্ষণের শিকার টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর