Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনাড়ম্বর আয়োজনে জীবনানন্দকে স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৯

বরিশাল: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৩তম জন্মবার্ষিকী পালন করেছেন সাংস্কৃতিক কর্মীরা। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে অনাড়ম্বর আয়োজনে পালন করা হয়েছে নির্জনতার এই কবির জন্মবার্ষিকী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘ নামে দু’টি সংগঠন যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠান শেষে জীবনানন্দ ইনিস্টিটিউট প্রতিষ্ঠার দাবিতে বরিশালের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

বিজ্ঞাপন

সকাল ৯টায় বরিশাল নগরীর বগুড়া রোডের জীবনানন্দ দাশ মিলানায়তন ও পাঠাগার হলরুমে শুরু হয় জীবনানন্দ স্মরণে আলোচনা সভা। জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি আসমা চৌধুরী, প্রগতী লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ, পার্থ সারথী বিশ্বাস, সুভাষ দাস নিতাইসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের মাঝে কবির আরও বিচারণ এবং তার ইতিহাস-ঐতিহ্য টিকিয়ে রাখতে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মভিটায় জীবনানন্দ ইনিস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানান।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিমল চক্রবর্তী, আবৃত্তি করেন কাজী সেলিনা, সুজয় সেন গুপ্ত ও টুনু রানী কর্মকার। এর আগে, পাঠাগার চত্বরে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক কর্মীরা।

সারাবাংলা/টিআর

জীবনানন্দ দাশ জীবনানন্দের জন্মবার্ষিকী