উৎসে ও করপোরেট কর না বাড়ানোর প্রস্তাব বিজিএমইএ’র
১৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৫
ঢাকা: করোনা মহামারির প্রভাব কাটিয়ে তৈরি পোশাক শিল্পের ভালোভাবে ঘুরে দাঁড়ানো ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আগামী পাঁচ বছরের জন্য উৎসে কর (সোর্স ট্যাক্স) ও করপোরেট ট্যাক্সের বিদ্যমান হার অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি পোশাক শিল্প কর্তৃক স্থানীয় বাজার থেকে ক্রয়কৃত পণ্য ও পরিষেবাকে ভ্যাট থেকে অব্যাহতি প্রদানের জন্যও অনুরোধ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিলনায়তনে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষে এসব প্রস্তাব দেওয়া হয়। আলোচনায় বিজিএমইএর পক্ষে প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির সভাপতি ফারুক হাসান।
রফতানির বিপরীতে পোশাক শিল্প কারখানাগুলো দশমিক ৫০ শতাংশ হারে উৎসে কর দিয়ে আসছেন। এছাড়া পোশাক শিল্পের জন্য করপোরেট ট্যাক্স হার প্রযোজ্য রয়েছে ১২ শতাংশ। গ্রিন কারখানার জন্য এই করহার কিছুটা কম— ১০ শতাংশ। এসব করহার যেন বাড়ানো না হয়, প্রাক-বাজেট আলোচনায় এনবিআরের কাছে বিজিএমইএ’র পক্ষ থেকে সেই প্রস্তাবই দেওয়া হয়েছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বিগত দুই বছরে নজিরবিহীন কোভিড-১৯ মহামারির প্রভাব মোকাবিলা করে বাংলাদেশের পোশাক শিল্পের পুনরুদ্ধার হচ্ছে। তবে শিল্পটি বর্তমানে বেশ কিছু সমস্যা, মহামারির দ্বিতীয় ঢেউ ও নতুন ভ্যারিয়েন্ট এর মুখোমুখি হয়েছে।’
তিনি বলেন, ‘জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী সাপ্লাই চেইনে ইয়ার্ন, কেমিক্যালস এবং অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পোশাক শিল্পের উৎপাদন খরচ বাড়িয়েছে। যার কারণে বিশ্ব বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখাই শিল্পের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে এবং শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সময়োপযোগী নীতি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন কি না শিল্পের জন্য অনেক চ্যালেঞ্জের সাথে সাথে নতুন সুযোগও তৈরি হচ্ছে।’
ফারুক হাসান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সরকারের সহায়তায় পোশাক শিল্প তার প্রবৃদ্ধি ধরে রাখতে এবং বাংলাদেশের উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম হবে।’
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সাবেক ১ম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব, সাবেক ১ম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বিজিএমইএ এর ইউডি-নিট এবং ওভেন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহাদাত মুশাররফ খান এবং বিজিএমইএ’র সাবেক পরিচালক মো. মুনির হোসেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম