Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে বোমা হামলায় অভিযুক্ত ৩৮ জনকে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৭

২০০৮ সালে ভারতের আহমেদাবাদে সিরিজ বোমা হামলায় অভিযুক্ত ৩৮ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন সেদেশের একটি আদালত। এ মামলায় দোষী সাব্যস্ত বাকি ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার আহমেদাবাদের বিশেষ আদালত এ রায় দেন।

২০০৮ সালে আহমেদাবাদে ধারাবাহিক ২১টি বোমা বিস্ফোরণে ৫৬ জন প্রাণ হারিয়েছিলেন। এতে আহত হয়েছিলেন দুইশরও বেশি। এ ঘটনায় মোট ৭৮ জনকে দায়ী করে তদন্ত দল।

সিরিজ বোমা বিস্ফোরণে সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এর শাখা নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার কর্মীরা জড়িত বলে দাবি করে পুলিশ। ২০০৯ সালে এ মামলার বিচার কাজ শুরু হয়।

ঘটনার ১৪ বছর পর গত ৮ ফেব্রুয়ারি ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তাদের সাজার রায় দেন বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর