Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিলাসবহুল কয়েক হাজার গাড়িবাহী জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৯

প্রায় চার হাজার বিলাসবহুল গাড়িবাহী একটি কার্গো জাহাজে আগুন লেগেছে। দ্য ফেলিসিটি এইস নামক জাহাজটি আটলান্টিক মহাসাগরের আজোরেস দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী এলাকায় পুড়ছে। জাহাজটির ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের মার্কিন শাখার এক অভ্যন্তরীণ ইমেইলে বলা হয়েছে, জাহাজটিতে ৩ হাজার ৯৬৫টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে আরও রয়েছে ১১০০ পরশে। এছাড়া বেন্টলি, অডি ও ল্যাম্বরগিনি ব্র্যান্ডের গাড়িও রয়েছে।

বিজ্ঞাপন

পর্তুগালের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে অজোরেস দ্বীপের ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে জাহাজটিতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ায় ২২ জন ক্রু জাহাজ ত্যাগ করেন। অজোরাস দ্বীপের একটি হোটেলে ক্রুরা আশ্রয় নিয়েছেন।

কার্গো জাহাজটিতে গত বুধবার আগুন লাগে। বৃহস্পতিবার জাহাজটিতে থেকে বহু দামি গাড়ি সমুদ্রে ভাসতে দেখা গেছে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর