ভাটারায় দেয়াল ধসে দিনমজুর নিহত
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৭
ঢাকা: রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় মাটি কাটার কাজ করার সময় দেয়াল ধসে সবুজ (৪৫) নামে এক দিনমজুর মারা গেছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভাটারা সোলমাইদ রোড ব্যাপারি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসের পর মুমূর্ষু অবস্থায় সবুজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সবুজের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নামাগাঁও গ্রামে। স্ত্রী ও পরিবার নিয়ে তিনি ছোলমাইদ ফাঁসেরটেক এলাকায় থাকতেন। ডুয়েলিং রিয়েল স্টেট নামের ডেভেলপার কোম্পানিতে কাজ করতেন তিনি।
ডুয়েলিং স্টেট রিয়েল এস্টেট কোম্পানির সাইট ম্যানেজার আবু বক্কর জানান, সবুজ মাটি কাটার কাজ করতেন। শুক্রবার সকাল থেকেও একই কাজ করছিলেন। নির্মাণাধীন ১০ তলা ভবনের নিচে বাউন্ডারির পাশে সবুজসহ মাটি কাটছিলেন আট জন।
আবু বক্কর বলেন, খাওয়া শেষে বাকি দিনমজুররা পুরনো দেয়ালটির কিছুটা দূরে বসে থাকলেও সবুজ দেয়ালের পাশে বসা ছিলেন। এমন সময় হঠাৎ ছয় ফুট উচ্চতার দেয়ালটি ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন সবুজ। সহকর্মীরা সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সবুজের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/টিআর