Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফ বরকতুল্লাহর গল্পের বই ‘উপদ্রুত ঘাসের ভেতর’

সারাবাংলা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৮

ঢাকা: অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাইফ বরকতুল্লাহর গল্পের বই ‘উপদ্রুত ঘাসের ভেতর’। বইটি প্রকাশ করছে অর্জন প্রকাশন। প্রচ্ছদ করেছেন কাব্য কারিম।

করোনায় বিধ্বস্ত তরুণদের মন। করোনাকালে জীবনে নতুন ঢেউ লেগেছে। যেন বদলে যাচ্ছে সব কিছু। আজকের পৃথিবী প্রবেশ করেছে এক অদ্ভুত যুগসন্ধিক্ষণে। করোনাকালে আগামী দিন কী হবে? কেমন যাবে সামনে? স্বাভাবিক জীবন কবে ফিরবে-কেউ জানে না।

স্নেহ, প্রেম, মায়া-মমতা, সুখ-দুঃখ জড়ানো স্মৃতিরা কীভাবে মানুষের জীবনে সঙ্গী হয়, কীভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার আধার হয়ে ওঠে, তারই ছায়া ‘উপদ্রুত ঘাসের ভেতর।’

এর প্রতিটি গল্পে আছে বর্তমানের ব্যক্তি ও সমাজের প্রতিফলন। অজস্র টানাপোড়েন সত্ত্বেও কোথায় যেন আমরা চলমান সময়ের কাছে জানু মুড়ে বসতে বাধ্য। প্রতিটি গল্প আমাদের জীবনেরই অঙ্গ, জীবনের ঘটনাবলীর সঙ্গে জড়িয়ে আছে ‘উপদ্রুত ঘাসের ভেতর’।

বইটি সম্পর্কে লেখক সাইফ বরকতুল্লাহ বলেন, ‘গত দুই বছরে কয়েকটি ওয়েবম্যাগের জন্য সন্ধ্যা সিরিজ (গল্প) লিখেছিলাম। এসব গল্পে ফুটে উঠেছে রুদ্ধশ্বাস দিনযাপন, প্রিয়জনের জন্য ব্যকুলতা, অসহায় জীবনাচরণ, করোনাকাল এবং মনস্তাত্ত্বিক জটিলতা। গুল্পগুলোও এ গ্রন্থে সংযোজন করেছি।’

বইটি পাওয়া যাবে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৩৯৩ নম্বর স্টলে।

সারাবাংলা/একে

অমর একুশে গ্রন্থমেলা উপদ্রুত ঘাসের ভেতর বইমেলা সাইফ বরকতউল্লাহ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর