Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মহামারিতে মানুষের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন শেখ হাসিনা’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৭

ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী মহামারির সময়ে মানুষের প্রতি সহমর্মিতা, সংহতি, এবং অন্তর্ভুক্তির বার্তা দিয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বের কোনো কোনো নেতা জাতীয়তাবাদী বা সাম্প্রদায়িক মতবাদকে উস্কে দিয়ে মহামারিকে নিজেদের স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করেছেন। কিন্তু শেখ হাসিনা ব্যতিক্রম।’

এরপর মালদ্বীপের কলা, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী ইউমনা মামুন তার ভিডিও বার্তায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা তুলে ধরেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের চেতনাকে বহন করে। কোভিড-১৯ মহামারী ভাষা ও সাংস্কৃতিক বিবর্তনের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, চলমান মহামারি কাটিয়ে উঠতে হলে ভাইরাসের ভাষা, রাষ্ট্রের ভাষা এবং জনগণের ভাষার মধ্যে মেলবন্ধন তৈরির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলরস ইউনিভার্সিটির প্রফেসর ড. ওয়ান জাওয়াই। এছাড়া ‘মহামারি ও ভাষা’ শীর্ষক প্যানেল আলোচনায় থাইল্যান্ডের চুললিংকন ইউনিভার্সিটির ড. নুংথাই, সিঙ্গাপুরের শামিনি ফ্লিন্ট, ফ্রান্সের প্রীতা সমরাসান, হংকংয়ের জোসেফ গঞ্জালেস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমেনা মোহসিন অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এমও

মহামারি শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর