Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় মহাসড়কে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৫৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১১:২৪

কুমিল্লা: দাউদকান্দি উপজেলায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক জানান, ঢাকামুখী লেনের যানজট নিরসনের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। রাতে জানতে পারি, টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তায় তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক পারাপারের সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

জহুরুল হক বলেন, জাহাঙ্গীর আলম এখানে প্রায় ৭-৮ বছর ধরে কর্মরত ছিলেন।

সারাবাংলা/এএম

কুমিল্লা টপ নিউ

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর