Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউক্রেন সীমান্তে আক্রমণাত্মক অবস্থানে ৫০ শতাংশ রাশিয়ান সৈন্য’


১৯ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৫

ইউক্রেন সীমান্তের টেকনিক্যাল পয়েন্টে রাশিয়ান সৈন্যদের অবস্থান, ছবি: এনডিটিভি

ইউক্রেন সীমান্তের কাছে প্রায় ৫০ শতাংশ রাশিয়ান সৈন্য আক্রমণাত্মক অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন একজন মার্কিন কর্মকর্তা। মস্কো পরিস্থিতি অস্থিতিশীল করার কাজ শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। খবর এনডিটিভি।

নাম প্রকাশ না করার শর্তে গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ওই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া দেড় লাখের বেশি সৈন্য মোতায়েন করেছে বলে ধারণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বুধবার থেকে রুশ সেনাদের উল্লেখযোগ্য গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘৪০ থেকে ৫০ শতাংশ রাশিয়ান সেনা আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। তারা গত ৪৮ ঘণ্টায় টেকনিক্যাল পয়েন্টে সরে গেছে।’ টেকনিক্যাল পয়েন্টে হলো সীমান্তের পাশের এলাকা। যেখানে আক্রমণের আগে সামরিক ইউনিট স্থাপন করা হয়।

ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, ‘ইউক্রেন সীমান্তের কাছাকাছি ১২৫টি ব্যাটালিয়ন টেকনিক্যাল গ্রুপ তৈরি করেছে মস্কো। যা স্বাভাবিক সময়ে ছিল ৬০টি এবং চলতি ফেব্রুয়ারির শুরুতে ছিল ৮০টি।’

এদিকে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দেশটির প্রেডিসেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এ বিষয়ে তিনি নিশ্চিত। গতকাল শুক্রবার হোয়াইট হাউজ থেকে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, রুশ বাহিনী যে হামলা চালাবে তা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।

তবে বরাবরই প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা বিষয়টি অস্বীকার করে আসছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেন সীমান্তের কাছে ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার সৈন্য সমাবেশ ঘটিয়েছে মস্কো, যাদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ক রুশ সমর্থিক যোদ্ধারাও আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও এত বেশি সৈন্য সমাবেশ ঘটায়নি রাশিয়া।

বিজ্ঞাপন

ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর