সদর হাসপাতালে রোগীকে দেওয়ার সময় মেয়াদোত্তীর্ণ স্যালাইন জব্দ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১২
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১২
নাটোর: নাটোর সদর হাসপাতাল থেকে ৪৬ ব্যাগ মেয়াদোত্তীর্ণ স্যালাইন উদ্ধার করে অপসারণ করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন জহির রায়হান ও মজনু নামে দু’জন রোগীকে মেয়াদোত্তীর্ন স্যালাইন দেওয়া হচ্ছিল। এসময় তাদের স্বজনরা তা দেখতে পেয়ে হৈ চৈ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওয়ার্ডে ছুটে যান। পরে হাসপাতালের ওয়ার্ড থেকে পর্যায়ক্রমে ৪৬ ব্যাগ মেয়াদোত্তীর্ণ এনএস স্যালাইন উদ্ধার করে অপসারণ করা হয়।
সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায় জানান, করোনার কারণে স্যালাইনগুলো জমে মেয়াদ পার হয়ে গিয়েছিল। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে স্যালাইনগুলো ধ্বংস করা হবে।
সারাবাংলা/এমও